শিবির সন্দেহে ইডেন কলেজের হোস্টেল থেকে ৫ ছাত্রী আটক

ইডেন মহিলা কলেজের হোস্টেল থেকে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ ছাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

রোববার দিবাগত রাতে তাদের থানায় দেওয়া হয়।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মুঠোফোনে বলেন, পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। আটককৃতদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে। এরপরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেপ্তার করা হলে তাদের নামও জানানো হবে।

জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অভিযান চালিয়ে প্রথমে দুই ছাত্রীকে আটক করে। পরে আরো তিনজনকে আটক করা হয়। তবে তারা কেউই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি করেন। এ সময় কিছু জিহাদি বই জব্দ করা হয়। তবে বইগুলো কীভাবে এখানে আসলো কলেজ কর্তৃপক্ষের জবাবে কোনো সদুত্তর দিতে পারেননি আটক ছাত্রীরা।



মন্তব্য চালু নেই