শিমুল-মারুফসহ ১৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারি করাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নীরব, মীর সরাফত আলী সপু ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

মামলায় ৩৪ জন আসামির মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সালাউদ্দিন আহম্মেদসহ ১৫ জন জামিনে আছেন। বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে মামলাটি করে পুলিশ। ২০১৬ সালের ২৪ অক্টোবর আমানউল্লাহসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।



মন্তব্য চালু নেই