শীঘ্রই শাহরুখকে শোকজ নোটিশ

শেয়ার বিক্রিতে দুর্নীতির অভিযোগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খানের বিবৃতি রেকর্ড করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

মামলাটির তদন্তকাজ শেষের পথে রয়েছে বলে সংস্থা সূত্রে জানা গেছে। ডিসেম্বর অথবা আগামী বছরের প্রথম দিকে শাহরুখকে চূড়ান্ত শোকজ নোটিশ পাঠানো হবে।

নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের শেয়ার নামমাত্র দামে মরিশাসের এক সংস্থার হাতে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে শাহরুখের সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ এর বিরুদ্ধে। মামলাটির তদন্ত চালাচ্ছে ইডি৷

মরিশাসের ওই সংস্থার মালিক অভিনেতা জুহি চাওলার স্বামী জয় মেহতা৷

মঙ্গলবার রাতে বাল্লার্ড এস্টেটে ইডি-র অফিসে শাহরুখকে ডেকে ঘণ্টা তিনেক মামলাটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শাহরুখ তদন্ত কাজে সহযোগিতা করতে বেশ কিছু নথি তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন বলে সূত্রটি জানিয়েছে৷

শাহরুখ আশ্বাস দিয়েছেন, তার আইনি ও চাটার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম এ ব্যাপারে ইডির সঙ্গে যোগাযোগ রাখবে, যাতে শীঘ্র এই তদন্ত শেষ করা যায়৷

রেড চিলিজ-এর কাছে কেকেআর-এর ৯,৯০০টি শেয়ার ছিল৷ ২০০৮ সালে সেই শেয়ারগুলি ‘সি আইল্যান্ড ইনভেস্টমেন্ট’ নামে মরিশাসের একটি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হয়।

কেকেআর-এর এই শেয়ারগুলির দাম হওয়ার কথা ছিল ৭০-৮৬ টাকার মধ্যে, কিন্তু অভিযোগ উঠেছে, মাত্র ১০ টাকায় মেহতার সংস্থার কাছে শেয়ারগুলি বেচে দেয় রেড চিলিজ৷ ফেমা-র নিয়ম অনুযায়ী, ভারতের বাইরে বসবাসকারী কারও কাছে শেয়ার বিক্রির ক্ষেত্রে সেবি-র নির্ধারিত সীমার থেকে কম দামে শেয়ার বিক্রি করা যায় না৷



মন্তব্য চালু নেই