শুধু কি আইপিএলের জন্য বৈধ নারাইন

ওয়েস্ট ইন্ডিসের বিধ্বংসী বোলার সুনীল নারাইন। তার বলে ব্যাটিং করতে ভয় পায় বিশ্বের সব বাঘা বাঘা ক্রিকেটার। তিনি ২০১১ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন।

২০১২ সালে তিনি কলকাতা নাইট রাইডার্সের পক্ষে আইপিএলে খেলা শুরু করেন। এরপর তিনি দলে সবসময় সেরা খেলতেন। সেই সুবাদে কলকাতা আইপিএলের ট্রফি নিজেদের ঘরে তোলেন।

২০১৪ সালের ৮ মার্চ তিনি আইসিসি বোলার র্যাংশকিংয়ে ১ নাম্বার স্থানে জায়গা পান। প্রথম থেকে তাকে ঘিরে রহস্যের কোন শেষ নেই। সবাই তার জাদুকরী বোলিং এর এক প্রকার ভক্ত হয়ে যান। তারপরে শুরু হয় তাকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা।

তার বোলিং নিয়ে শুরু হয় সন্দেহ। তারপর আইসিসির তার উপর নজর পড়লে তাকে বৈধ বোলিং এর পরীক্ষা দিয়ে হয়। কিন্তু এতে তিনি ব্যর্থ হয়ে যান। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লীগের আগে তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়। যার ফলে তিনি চ্যাম্পিয়ন্স লীগ খেলতে পারে নি। সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খেলতে পারেনি। কিন্তু হঠাত করেই তার বোলিং অ্যাকশন এখন বৈধ ঘোষণা করা হল। তবে কি তা শুধু আইপিএলের জন্য? প্রশ্ন যে রয়ে গেল।



মন্তব্য চালু নেই