শুধু ছক্কা হাঁকাতে এসেছি: গেইল

ঢাকায় পা রেখেই আগাম হুংকার দিয়ে রাখলেন ক্রিস গেইল। বলেছেন, ‘চলমান বিপিএলে শুধু ছক্কা হাঁকাতে এসেছি, অপেক্ষা করুন।’

টি২০ ক্রিকেটে সবচেয়ে বড় বিজ্ঞাপন হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এ পর্যন্ত আটটি সেঞ্চুরি হয়েছে। এই আটটি সেঞ্চুরির মধ্যে গেইল একাই করেছেন তিনটি। এমনকি বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান তিনি।

প্রথম আসরে বরিশালের হয়েই সেঞ্চুরি করেছিলেন তিনি। বিপিএলে এ পর্যন্ত ছয় ম্যাচে ১০০.৫০ গড়ে ৪০২ রান করেছেন গেইল। যেখানে আছে সর্বোচ্চ ৩৮টি ছক্কা। বরিশাল বুলসের হয়ে খেলতে শুক্রবার বিকেলে ঢাকায় পা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে বাঁহাতি ওপেনার। বিমানবন্দরে নেমে গেইল সাংবাদিকদের জানান, ছক্কা হাঁকিয়ে দর্শকদের আনন্দ দিতেই এসেছেন তিনি।

বাংলাদেশে মাটিতে পা রাখার আগেই বিপিএলে সেঞ্চুরি করার আগাম হুমকি দিয়ে রেখেছিলেন ক্রিস গেইল। শুক্রবার বিমান বন্দরে নেমে আগের দুটি আসরের মতো চলমান বিপিএলেও ব্যাট হাতে ঝড় তোলার ইঙ্গিত দিয়ে রাখলেন জ্যামাইকান এই ব্যাটিং দানব।

বাংলাদেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে গেইল বলেন, ‘বাংলাদেশে এখন আমি। অপেক্ষা করুন শুধু ছক্কা হবে। ছক্কা দিয়েই সবার সঙ্গে দেখা হবে। এর আগে যখন খেলেছি তখন বেশ ভাল ফর্মে ছিলাম। সেটা আমার বিশেষ একটা স্মৃতি। আশা করছি সেটা ধরে রাখতে পারব।’

বিপিএলে অংশ নিতে দারুণ মুখিয়ে আছেন গেইল, ‘আবার এখানে আসলাম এবং অনেকের সঙ্গে পুনরায় দেখা হবে। অনুশীলনেই সবার সঙ্গে সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে আছি। স্টেডিয়ামে নেমে সবাইকে আনন্দ দিতে কিছু ছক্কা হাঁকানোর দিকে আমার দৃষ্টি থাকবে।’

বিপিএলের প্রথম আসরে বরিশালের হয়ে খেলেছিলেন গেইল। সেবার আসরের প্রথম সেঞ্চুরিও করেছিলেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। তাই আবারো বরিশালের হয়ে ভালো খেলতে চান বলে জানান তিনি।

এ বিষয়ে গেইল বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় বরিশালের পক্ষে দ্বিতীয়বার খেলব। আগে ভাল খেলেছি সেটা একটা চাপ। তারপরও ভাল করার যে ধারাবাহিকতা সেটা রাখার চেষ্টা করব।’



মন্তব্য চালু নেই