শুধু মানুষেরই নয়, ইঁদুরেরও আছে সুড়সুড়ি!

মানুষের সুড়সুড়ি অনুভূতি থাকলেও তা যে প্রাণীদের নেই এমনটা ভাবার কোনো কারণ নেই। সম্প্রতি গবেষকরা নির্ণয় করেছেন ইঁদুরের সুড়সুড়ি আছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

ইঁদুরের এ সুড়সুড়ির বিষয়টি জানা গেছে এক গবেষণায়। গবেষকরা জানিয়েছেন, ইঁদুরের শুধু সুড়সুড়ি অনুভূতিই নেই, এটি সুড়সুড়িতে হাসেও। তবে তা সাধারণত মানুষের পক্ষে বোঝা সম্ভব হয় না।

এর আগেও গবেষণায় জানা গিয়েছিল ইঁদুর হাসতে পারে। এবার সে বিষয়টি নতুন করে তুলে ধরলেন গবেষকরা। তারা জানিয়েছেন, তারা সুড়সুড়ি অনুভূতিতে সাড়া দেয়। হাসে এবং আনন্দিত হয়।

মানুষের পক্ষে ইঁদুরের এ অনুভূতিগুলো বোঝা সম্ভব হয় না বলে জানিয়েছেন প্রাণী মনোবিদ শিম্পেই ইশিয়ামা। তিনি জানান, মানুষের সঙ্গে ইঁদুরের দূরত্বের কারণেই সাধারণত এ বিষয়গুলো বোঝা সম্ভব হয় না। আর এ কারণে বিষয়টি বহুদিন মানুষের জানা ছিল না।

সম্প্রতি জার্মানির হামবোল্ট ইউনিভার্সিটির গবেষকরা ইঁদুরের সুড়সুড়ি ও হাসির এ বিষয়টি অনুসন্ধান করে জানতে পেরেছেন।

এ বিষয়ে গবেষকরা আরও জানান, ইঁদুরের বিভিন্ন মানসিক অবস্থা রয়েছে। তারা যখন মানসিকভাবে চাপে থাকে তখন সুড়সুড়ি পছন্দ করে না। তবে তারা মানসিকভাবে চাপমুক্ত থাকলে তখন খেলাধুলা ও সুড়সুড়ি পছন্দ করে।

এ বিষয়ে গবেষকদের বিস্তারিত প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে নিউসার জার্নালে।



মন্তব্য চালু নেই