শুরুতেই বিপর্যয়ে খুলনা

আগেরদিন নাটকীয়ভাবে ম্যাচ জিতে গিয়েছিল খুলনা টাইটান্স। একেবারে জয়ী ম্যাচে খুলনার কাছে হেরে যায় রাজশাহী। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি রংপুর রাইডার্সের। টস হেরে ব্যাট করতে নামতে হয়েছে খুলনাকে।

তবে, ব্যাট করতে নেমে শুরুতেই মহা বিপর্যয়ে খুলনা টাইটান্স। এক পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদির ঘূর্ণির সামনেই একে একে উইকেট বিলিয়ে দিতে বাধ্য হচ্ছে খুলনার ব্যাটসম্যানরা।

শুরুতেই নিকোলাস পুরানকে বোল্ড করে ফিরিয়ে দেন সোহাগ গাজী। আবদুল মাজীদ রানআউট হয়ে যান ৬ রান করে। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে মাত্র ২ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরান রিচার্ড গ্লেসন।

এরপরই শুরু হয় আফ্রিদির মায়াবি ঘূর্ণির ঝড়। বল করতে এসেই পর পর দুই বলে তুলে নেন অলক কাপালি আর রিকি ওয়েসেলসের উইকেট। পরের ওভারে বল করতে এসেই প্রথম বলে ফিরিয়ে দেন শুভাগত হোমকে।

অথ্যাৎ ৩১ রানেই ৬ উইকেটের পতন ঘটলো খুলনার। এ রিপোর্ট লেখার সময় খুলনার রান ৬ উইকেটে ৩৬। উইকেটে রয়েছেন নুর আলম ৪ এবং আরিফুল হক ৭ রানে।



মন্তব্য চালু নেই