শুরুতেই ৩০ লাখ অভিবাসীকে ফেরত পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে করা অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন সদ্যনির্বাচিত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলীয় এই নেতা ও মার্কিন ধনকুবের বলেছেন, তিনি খুব শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবেন।

একই সঙ্গে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচনের পর এই প্রথম একটি গণমাধ্যমকে সাক্ষাতকার দিয়েছেন তিনি। এসময় নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম পদক্ষেপের কথা জানালেন বিতর্কিত এই রিপাবলিকান দলীয় রাজনীতিক।



মন্তব্য চালু নেই