শুরুতে মৌ, ঋত্বিকে শেষ

নববধূর সাজে সেজেছে মিরপুর। আজ তার সাজ দেখতে জড়ো হবে লাখো চোখ। পর্দা উঠবে বিপিএলের তৃতীয় আসরের। অনুষ্ঠানের শুরু করবেন স্থানীয় নৃত্যশিল্পী সাদিয়া জামান মৌ। বিকেল সাড়ে চারটায়। আর শেষ দিকে লেজার শো’র আগে মঞ্চ কাঁপাবেন বলিউড হার্টথ্রুব ঋত্বিক রোশন। যারা মাঠে আসতে পারবেন না, তারা চোখ রাখতে পারবেন চ্যানেল নাইনের পর্দায়।

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক শেখ সোহেল জানান, মৌয়ের পর মঞ্চে আসবে জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট এবং এলআরবি। তারপর সুরের ভেলা নিয়ে আসবেন চিরসবুজ মমতাজ বেগম। মমতাজ নামতে নামতে আরেক দিক দিয়ে মঞ্চে প্রবেশ করবেন কেকে।

কেকের সুরের সম্মোহন কাটতে না কাটতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধন ঘোষণা করবেন।

পাপন যখন নামতে থাকবেন, তখন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বি-টাউনের লাস্যময়ী জ্যাকুলিন মঞ্চের দখল নিবেন। এরপর প্রথমবারের মতো বাংলাদেশের কোনো লাইভ অনুষ্ঠানে নাচতে আসবেন ঋত্বিক রোশন। ঋত্বিক-জ্যাকুলিন ইতিমধ্যে ঢাকায় পা রেখেছেন। প্রস্তুতি নিচ্ছেন সাড়ে তিন কোটির মেগা কনসার্টে রঙ ছড়ানোর। নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, বাজেটের তিন ভাগের দুই ভাগ অর্থ যাচ্ছে বলিউডি তারকাদের পেছনে। আয়োজকরা গতকাল সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছে, দেশের দর্শকদের চোখে অনেক দিন লেগে থাকবে এই অনুষ্ঠান।

অপেক্ষায় মিরপুর। অপেক্ষায় বাংলাদেশ।



মন্তব্য চালু নেই