শেখ হাসিনার ঝুঁকি বাড়ছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বঙ্গবন্ধুকে ভোটে পরাজিত করতে না পেরে তাকে হত্যা করা হয়েছিল। আর শেখ হাসিনা যত জনপ্রিয় হচ্ছেন ততই তার ঝুঁকি বাড়ছে।’শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা দলের চেয়ে বড়, উচ্চতায়ও বড়।’

প্রধানমন্ত্রীর বিমান দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘বিমানে যে নাশকতা করার চেষ্টা হয়েছে, এটি ছিল শেখ হাসিনাকে ২০তম হত্যা চেষ্টা। এর আগে ১৯ বার চেষ্টা করা হয়েছে।’

আগামী নির্বাচনের জন্য কর্মীদের সতর্ক করে কাদের বলেন, ‘নির্বাচনের পৌনে ২ বছর বাকি আছে আর। সবাইকে সংশোধন হতে হবে, সংশোধন না হলে সরাসরি বহিষ্কার।’

জঙ্গিবাদের বিষয়ে এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘যে জঙ্গিদের ধরা হয়েছে তা নিয়ে আত্নসন্তুষ্টির কিছু নেই। এখনও শতভাগ জঙ্গি নির্মূল করা যায়নি। কিছু বাকি আছে।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশের বিষয়ে কাদের বলেন, ‘এবার স্মরণকালের সেরা সমাবেশ হবে। এটি কেবল সংখ্যায় না, শৃঙ্খলায়ও।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন নাছিম, বর্তমান সভাপতি মোল্লা আবু কাওসার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।



মন্তব্য চালু নেই