শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত হবে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘২১ বছর সংগ্রাম করে শেখ হাসিনা আওয়ামী লীগকে রাষ্ট্রপরিচালনায় এনেছেন। এর মাধ্যমে তিনি স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ফিরিয়ে নিয়ে এসেছেন। আজকে আমরা তার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দিবসের এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

তোফায়েল বলেন, ‘আন্তর্জাতিক বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উজ্জ্বল নক্ষত্র। সম্প্রতি শেষ হয়ে যাওয়া জি-৭ সম্মেলনে গুরুত্বপূর্ণ আমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন। সবাই তাকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি এখন আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন নেতা।’

ছয় দফা দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘আজকে ৭ জুন ছয় দফার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার বীজ রোপিত হয়। ছয় দফা দিয়ে বঙ্গবন্ধু বসে থাকেননি। ছয় দফা দেয়ার পর তিনি ৩৫ দিনে ৩২টি জনসভা করেছেন এবং ৮ বার গ্রেপ্তার হয়েছেন।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতউল্ল্যাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই