শেখ হাসিনা জনসাধারণের জন্য হুমকি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসাধারণের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২ এপ্রিল) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনীতি, গরিমা ও কর্তৃত্বসহ সবকিছু দেশের সার্বভৌমত্ব ও জনসাধারণের জন্য হুমকি। তিনি যেমন দেশ থেকে গণতন্ত্রকে বিদায় করেছেন, তেমনি প্রতিরক্ষা চুক্তির নামে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতার অন্ত্যেষ্টিক্রিয়া করতে উদ্যোগী হয়েছেন। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্রে আর খুঁজে পাওয়া যাবে কী না সন্দেহ।’

বিএনপির এই নেতা বলেন, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এ দেশের জনগণ মেনে নিবে না। বাংলার মানুষ সর্বশক্তি দিয়ে এই চুক্তি রুখে দিবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শ্যাম ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।



মন্তব্য চালু নেই