মিঠাপুকুরে ৭ ইউনিয়নে নির্বাচন ২৩ এপ্রিল

শেষ মুহুর্তে কোমর বেধে মাঠে নেমেছেন প্রার্থীরা

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে আগামী ২৩ এপ্রিল তৃতীয়ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ৭টি ইউনিয়নে। বাকী ১০ ইউনিয়নের চতুর্থ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ মে। তৃতীয় ধাপে নির্বাচনের শেষ মুহুর্তে কোমর বেধে মাঠে নেমেছেন প্রার্থীরা। ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই মানসিক টেনশনে পড়ছেন প্রার্থী ও সমর্থকেরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয়ের জন্য দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। চলছে মাইকিং, পোস্টার ব্যানারে ছেয়ে গেছে গোটা মিঠাপুকুর।

৭ ইউনিয়নের মধ্যে পায়রাবন্দ ইউনিয়নের ৫ জন প্রাথীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হবে আওয়ামীলীগের ফয়জার রহমানের সাথে জাপার রেজাউল করিমে। কাফ্রিখাল ইউনিয়নে ৬ জন প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের আশরাফ আলী, জাপা’র হাফিজার রহমান ও স্বতন্ত্র জয়নাল মাস্টারে সাথে ত্রি-মুখী প্রতিদ্বন্দ্বীতা হবে।

লতিবপুর ইউনিয়নে ৫ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে জাপার শাহ্ আব্দুর রহমান সেতুর সাথে আওয়ামীলীগের ইদ্রিস আলী মন্ডলের। দূর্গাপুর ইউনিয়নে ৪ জন প্রার্থীর মধ্যে জাপা’র সোহরাওয়ার্দী, আওয়ামীলীগ সাইদুর রহমান তালুকদার ও স্বতন্ত্র এনামুল হক প্রধানের মধ্যে ত্রি-মুখী প্রতিদ্বন্দ্বীতা হবে।

তবে, বেসরকারী একটি সংস্থার জড়িপের ফলাফলে এগিয়ে আছেন আওয়ামীলীগ প্রার্থী সাইদুর রহমান তালুকদার। ইতোমধ্যে মিঠাপুকুর বাজার বণিক সমবায় সমিতি, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক লোড আনলোড শ্রমিক ইউনিয়ন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আনুষ্ঠানিকভাবে সাইদুর রহমান তালুকদারকে সমর্থন জানিয়েছে।

বড় হযরতপুর ইউনিয়নে ৩ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের রোস্তম আলী মন্ডলের সাথে প্রতিদ্বন্দ্বীতা হবে জাপা’র আব্দুস সালাম নওশার। মির্জাপুর ইউনিয়নে ৫ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের আব্দুর রউফের সাথে প্রতিদ্বন্দ্বীতা হবে জাপার গোলাম আযম মিলনের।

ইমাদপুর ইউনিয়নে ৬ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের আফসার আলীর সাথে প্রতিদ্বন্দ্বীতা হবে স্বতন্ত্রপ্রার্থী লিপন খানের। এদিকে, মঙ্গলবার বাকী ১০ ইউনিয়নে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়নগুলো হলো- খোড়াগাছ, রানীপুকুর, ভাংনী, বালারহাট, চেংমারী, ময়েনপুর, বালুয়া মাসিমপুর, বড়বালা, মিলনপুর ও গোপালপুর।



মন্তব্য চালু নেই