শেষ মুহূর্তের গোলে কপাল পুড়ল রিয়ালের

নির্ধারিত সময়ের খেলা শেষ হতে বাকি আর মাত্র তিন মিনিট। রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ ম্যাচের স্কোরলাইন তখনও গোলশূন্য। কিন্তু প্রথম মিনিটেই গোলটি করে বসলেন রবার্ট লেভানদোভস্কি। আর তাতেই কপাল পুড়ল রিয়ালের। স্প্যানিশ জায়ান্টদের ১-০ গোলে হারিয়ে অডি কাপের শিরোপা জিতেছে জার্মান ক্লাবটি।

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে অনুষ্ঠিত অডি কাপের এই ফাইনালে ম্যাচে ছিলেন না রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমা। আগের রাতে টটেনহ্যামকে হারিয়ে এই কাপের ফাইনালে উঠেছিল রিয়াল। কিন্তু ফাইনালে বায়ার্নের বিপক্ষে তেমন আক্রমণ শানাতে পারেনি রাফায়েল বেনিতেজের দল।

প্রথমার্ধে বায়ার্নের বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। ফলে ম্যাচে আধিপত্য ধরে রাখলেও গোল পায়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও গোল পাচ্ছিল না তারা। অবশেষে ম্যাচের ৮৮ মিনিটে বায়ার্নের ত্রাণকর্তা হয়ে দেখা দেন লেভানদোভস্কি। সতীর্থ পিয়েরের সহায়তায় গোলটি করেন এই পোলিশ স্ট্রাইকার। আর তার ওই গোলেই অডি কাপের শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্নের।



মন্তব্য চালু নেই