শোলাকিয়ায় হামলাকারীদের কঠোর শাস্তি চান বি. চৌধুরী

ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে জঙ্গিহামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, ‘পবিত্র ঈদের দিনে বোমা মেরে পুলিশ হত্যার ঘটনার খবর জেনে আমরা দুঃখিত ও মর্মাহত হয়েছি। কয়েকদিন আগেও গুলশানে সন্ত্রাসী হামলা চালিয়ে বিদেশিসহ অনেক মানুষকে হত্যা করা হয়।’

‘গুলশানের সন্ত্রাসী ঘটনার রেশ কাটতে না কাটতেই শোলাকিয়ায় পুলিশ হত্যার ঘটনা জেনে আমরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। আমরা সকল সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা এবং যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

নেতারা এ সময় নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে দেশের সবচেয়ে বড় এ ঈদ জামাতের প্রবেশমুখে তল্লাশির সময় হামলা চালায় জঙ্গিরা। পরে জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলিতে ২ পুলিশ সদস্য, এক নারী ও এক হামলাকারী নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন অারও অন্তত ১০ জন, যাদের মধ্যে ছয় পুলিশ সদস্যের অবস্থা সংকটাপন্ন।



মন্তব্য চালু নেই