শ্যামনগরে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক স্কুল ভিত্তিক প্রতিযোগিতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার বেসরকারী সংগঠন ক্রেলের আয়োজনে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাকৃতিক সম্পদ,বনভ’মির গুরুত্ব ও জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক স্কুল ভিত্তিক সচেতনতামুলক কার্যক্রমের অংশ বিশেষ চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রেল কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য।বক্তব্য রাখেন ক্রেল কর্মকর্তা শহিদুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে সুন্দরবনের উপর চিত্রাঙ্কন , কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই