শ্যামনগরে লাইন্সেস বিহিন ডিপোতে মাছ ক্রয় বিক্রয়ের অপরাধে জরিমানা

রবিবার শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের উদ্দ্যোগে মুন্সিগঞ্জ ইউপির হরিনগর বাজারে লাইন্সেস বিহিন ডিপোতে বাগদা চিংড়ী ও অন্যান্য মাছ ক্রয় বিক্রয়ের অপরাধে ৭ ডিপো মালিকের নিকট থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা মৎস্য অফিস সুত্রে প্রকাশ সকাল থেকে এক বিশেষ অভিযানে লাইন্সেস বিহিন ডিপোতে মাছ ক্রয় ও বিক্রয় করার অপরাধে হরিনগর বাজারের বিধান ফিসকে ৫০০০/=,ধ্রবজ্যোতি ফিসকে ৩০০০/=,এবাদুল ফিসকে ৫০০০/=,আমিন ফিসকে ৫০০০/=,আসাদ ফিসকে ৫০০০/=,আমজাদ ফিসকে ৩০০০/= ও তোহা ফিসকে ৫০০০/= টাকা সহ মোট ৩১ হাজার টাকা জরিমানা করা এবং আদায় করা হয়।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসেন সাগর ও কোয়ালিটি এস্যুরেন্স অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।জানা যায় এ সময় বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশের কারণে প্রায় ৩৫ কেজি বাগদা বিনষ্ট করা হয়।এ ছাড়া গতকাল কলবাড়ী এলাকার লাইন্সেস বিহীন ঘরে মাছ প্রক্রিয়াজাত করণ করার অপরাধে সুদীপ্ত এন্টারপ্রাইজকে ৬০০০/= টাকা জরিমানা করা হয়।



মন্তব্য চালু নেই