শ্রমিকদের স্বার্থবিরোধী আইন মানব না : নৌমন্ত্রী

পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষায় ‘সকলের কাছে গ্রহণযোগ্য’ হয়- এমন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান। তিনি বলেন, ‘আইনের মাধ্যমে সাজা মেনে নেব, তবে আইনের অধিক সাজা মানব না। ‘

একইসঙ্গে সরকারের উদ্দেশে শাজাহান খান বলেন, ‘শ্রমিকদের স্বার্থবিরোধী আইন কেন হবে? আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এমন আইন মানব না। ‘

আজ সোমবার মে দিবসের সকালে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজনে ঢাকার পরিবহন শ্রমিকদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেন, ‘বর্তমান সরকার শ্রমিকদের জন্য কাজ করে যাচ্ছে। এই সরকার শ্রমিকবান্ধব সরকার। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের মজুরি বাড়িয়েছেন। ‘

শ্রমিকদের স্বার্থ আদায়ে সকল প্রকার কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করার জন্য শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান নৌমন্ত্রী। এ ছাড়াও তিনি কোনো পরিবহন শ্রমিককে অপরাধের জন্য শাস্তি দেওয়ার আগে তার সার্বিক অবস্থাও বিবেচনা করে দেখার আহ্বান জানান।

পরিবহন শ্রমিকদের সাধারণ মানুষ ও যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করার পরামর্শ দিয়ে শাজাহান খান বলেন, ‘সকল ড্রাইভার, হেলপার ও কন্ট্রাকটরদের উদ্দেশে বলছি, আপনারা ভালো ব্যবহার করবেন, যাতে আমাদের পরিবহন শ্রমিকদের দুঃখ বেদনার ক্ষেত্রেও সাধারণ মানুষ সহানুভূতি দেখায়। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া আপনারা ভালো থাকতে পারবেন না। ‘

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওয়াজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী।



মন্তব্য চালু নেই