শ্রমিক অবরোধ: যশোর-খুলনা সড়কপথ, রেলপথ বন্ধ

বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির পাশাপাশি খুলনায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে শ্রমিকরা। ভোর ছয়টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলার কথা বেলা দুইটা পর্যন্ত। তাদের এই অবস্থানের কারণে যশোর-খুলনা মহাসড়ক এবং রেললাইনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যাহত হচ্ছে।

খুলনা-যশোর অঞ্চলের সরকারি সাতটি রাষ্ট্রায়াত্ব পাটকলের শ্রমিকরা দীর্ঘদিন ধরেই আলীম জুটমিল বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে সরে আসা, পাটশিল্পে সরকারের পর্যাপ্ত বরাদ্দ, বকেয়া মজুরি পরিশোধসহ নানা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। দাবি পূরণ না হওয়ায় সোমবার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ এ কর্মসূচির ডাক দিয়েছে।

খুলনায় স্টার, ক্রিসেন্ট, জেজেআই, ইস্টার্ণ, আলীম, জেজে কার্পেটিং জুট মিলের ৮০ হাজার শ্রমিক এই আন্দোলন করছে। তারা নতুন রাস্তা মোড়, খুলনা যশোর সড়কে আটরা গিলেতলা এবং যশোর রাজঘাটে সমাবেশ করছে।



মন্তব্য চালু নেই