শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের নয়া আবিষ্কার

শ্রীলংকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দল নতুন করে আবিষ্কার করেছেন আরও একটি নতুন মুখ। টেস্ট ও ওয়ানডে সিরিজে দারুণ ফর্মে থাকা লেগ স্পিনার ইয়াসির শাহ নতুন করে ডাক পেয়েছেন টি-টোয়েন্টি সিরিজে। তবে পেসার মোহাম্মদ ইরফান ও সোহেল তানভির স্কোয়াডে ডাক পেয়েছেন।

বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দল নির্বাচক কমিটির প্রধান হারুন রশিদ এসব কথা জানিয়েছেন।

আগামী ৩০ জুলাই ও ১ আগস্ট কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

শ্রীলংকার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ী পাকিস্তানের হয়ে ২৪ উইকেট শিকার করেছেন ২৯ বছর বয়সী ইয়াসির শাহ। ফলে মাত্র ১০ ম্যাচ খেলেই আইসিসি র‌্যাংকিংয়ের তৃতীয় স্থান দখল করেন তিনি। এরপর চলমান ওয়ানডে সিরিজেও নিজের ঝলক অব্যাহত রেখেছেন তিনি।



মন্তব্য চালু নেই