শ্রীলঙ্কা মাতাচ্ছেন মাশরাফির ভাই মোরসালিন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ( ইউল্যাব) হয়ে এই মুহূর্তে শ্রীলংকায় রেড বুল ক্যাম্পাস ক্রিকেটের ওয়ার্ল্ড ফাইনাল খেলছেন জাতীয় ওয়ানডে ও টি২০ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা সিজার।

বুধবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার আসুপল টাকস ক্রিকেট ইউনিভার্সিটি অব প্রিটোরিয়াকে ১ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে মোরসালিনদের দল।

বল হাতে এদিন ১ উইকেট তুলে নিলেও ম্যাচের শেষ বলে ২ রানের শ্বাসরুদ্ধকর মুহূর্তে দলকে জিতিয়ে দেন মোরসালিন। এদিন প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ওই বিশ্ববিদ্যালয় দলটি ৯ উইকেটে ১৫২ রান তোলে। ইউল্যাবের হয়ে আনজুম আহমেদ ও আরিফুর রহমান ৩টি করে উইকেট শিকার করেন।

এই রান তাড়া করতে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ইউল্যাবের অভিষেক মিত্র। ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে হয় ইউল্যাবকে।

শনিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে পাকিস্তানের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাবের মুখোমুখি হবে ইউল্যাব।

স্বাগতিক শ্রীলংকাসহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের সেরা আট বিশ্ববিদ্যালয় দল এই আসরে অংশ নেয়। এর আগে ২০১২ সালে এই আসরের চ্যাম্পিয়ন হয়েছিল ইউল্যাব।



মন্তব্য চালু নেই