সংবর্ধনায় ২টি স্বর্ণের নৌকা পেলেন ইউপি চেয়ারম্যান

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের গত শুক্রবার রাতে নব-নির্বাচিত চেয়ারম্যান এজাহার আলীকে গণ-সংবর্ধনা দেয়া হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলনের সঞ্চালনায় ও অবসর প্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আলহাজ্ব নজির হোসেনের সভাপতিত্বে মিয়াপাড়া নাজিম উদ্দিন বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে গণ-সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২-আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী। গণ-সংবর্ধনায় এজাহার আলীকে জনগনের পক্ষ থেকে স্বর্ণের ২টি নৌকা, ১টি চেন, রুপার ২টি নৌকাসহ বিভিন্ন উপহার দেয়া হয়।

এ সময় গণ-সংবর্ধনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষী এমএ করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ লোমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, শিমুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি ও নব-নির্বাচিত চেয়ারম্যান মো. এজাহার আলী প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ মে উপজেলায় ৩টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র মো. এজাহার আলী নৌকা মার্কা প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. শরিফুল ইসলাম মিয়া সোহেলকে মোটর সাইকেল মার্কা প্রতীককে ১২৬৩ ভোটে পরাজিত করে নির্বাচিত হন। অন্য ২টি ইউনিয়নে পরাজিত হয় আওয়ামীলীগ প্রার্থী।



মন্তব্য চালু নেই