আ’লীগ নেতার অভিযোগ

সংসদে বিরোধীদল থাকলেও তাদের কোন ভূমিকা নেই

জাতীয় সংসদে বিরোধীদল থাকলেও তাদের কোন ভূমিকা নেই। তাই বাধ্য হয়ে আমাকে বিরোধীদলের ভূমিকা পালন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো: সেলিম।

তিনি বলেন, বিরোধীদল কালোকে কালো, সাদাকে সাদা বলতে ভয়পায় তাই আমকেই বলতে হয়।

আজ বুধবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন ।

হাজী সেলিম বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। একমাত্র শেখ হাসিনাই মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করেন। এছাড়া কিছু মন্ত্রী, এমপিরাও আছেন, মুক্তিযোদ্ধাদের কথা ভাবেন।বাকি অনেকেই এ নিয়ে মুখে কথা বললেও বাস্তবে কিছু করে না।

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখন মুক্তিযোদ্ধারা ভাবেন, আমাদের জন্য কিছু হবে। তাই, সব মুক্তিযোদ্ধাদের ১০ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব করছি।

তিনি বলেন, শিক্ষাখাতে সাফল্য থাকলেও ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে শিক্ষার উপর ১০ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করা হয়েছে তা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধী এটি আমদের জন্য দুঃখজনক। এ বিষয়টি আমি অর্থমন্ত্রীকে ফের বিবেচনার জন্য আহ্বান জানাচ্ছি।



মন্তব্য চালু নেই