সংসদে হঠাৎ রেলমন্ত্রীর নাক দিয়ে রক্ত

জাতীয় সংসদে প্রশ্নোত্তর দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে ‍অসুস্থ হয়ে পড়েন রেলমন্ত্রী।

প্রশ্নোত্তরের শুরুতেই রেলমন্ত্রীকে টিস্যু পেপার দিয়ে নাক মুছতে দেখা যায়। তাঁকে অন্তত ১৩ বার নাক মুছতে দেখা যায়। কিছুক্ষণ পর দেখা যায় টিস্যু পেপারটি রক্তে লাল হয়ে গেছে।

এ সময় সংসদে উপস্থিত মন্ত্রী ও সংসদ সদস্যরা বিষয়টি লক্ষ করেন। এগিয়ে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. দিপু মনি এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংসদ সদস্য মায়া রেলমন্ত্রীর মাইকে বলেন, মাননীয় স্পিকার উত্তরটি পঠিত বলে গণ্য করা হোক। স্পিকার উত্তরটি পঠিত বলে গণ্য করেন।

এরপর মন্ত্রীকে দ্রুত লবিতে নিয়ে সোফায় কিছুক্ষণ শুইয়ে রেখে অ্যাম্বুলেন্সে করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

রেলমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী এখন কিছুটা সুস্থ আছেন।



মন্তব্য চালু নেই