সকাল ৭টার মধ্যে আবর্জনা সরানোর নির্দেশ

সন্ধ্যার পর থেকে পরদিন সকাল ৭টার মধ্যে ঢাকা শহরের আবর্জনা সরিয়ে নিতে পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বুধবার সকালে নগর ভবনে লোকেশন ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।

মেয়র জানান, লোকেশন ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মীদের কাজের গতিবিধি জানা যাবে। নির্দেশ মানা না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র বলেন, ‘ঢাকাকে বাসযোগ্য রাখতে আমাকে যতটুকু কঠোর হতে হয়, আমি হব। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণেও আমরা সবকিছু করব। আমরা চাই না কাউকে শাস্তি দিতে, চাই সবাইকে পুরস্কৃত করতে।’

ডিএসসিসি জানিয়েছে, সংস্থার অধীনে বর্তমানে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন ৫ হাজার ২১৬ জন। পর্যায়ক্রমে সবাইকে গ্রামীণফোনের মোবাইল সিম দেওয়া হবে। বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই সিম ব্যবহারকারী প্রতিটি কর্মীর সর্বশেষ অবস্থান জানতে পারবেন কর্মকর্তারা। ফলে কেউ দায়িত্বে অবহেলা করলে সঙ্গে সঙ্গে ধরা পড়বেন।

এদিকে, ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তিন মাসের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট।

আজ সকালে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর ও বিচারপতি ইকবাল কবিরের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।

গত ১০ জানুয়ারি জনস্বার্থে হাইকোর্টের এক আইনজীবী এ রিট আবেদন করেন।



মন্তব্য চালু নেই