সঙ্কট নিরসনে রেলে জনবল নিয়োগ চলছে

রেলওয়ের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ ও বিদ্যমান সঙ্কট দূরীকরণের লক্ষ্যে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

শনিবার (১৮ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম, আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এরআগে সকাল ১০টা ৪৫ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

তিনি বলেন, ১৯৮৫ থেকে ১৯৯৫ পর্যন্ত সসময়কালে পরিকল্পিত ও নিয়মিত নিয়োগ বন্ধ ছিল। তৎকালীন সরকারি নির্দেশে ১৯৯২ সালে ১০ হাজার ৯৩ জন দক্ষ কর্মকর্তা কর্মচারিকে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ এর আওতায় স্বেচ্ছায় অবসর প্রদান করায় এবং সম্বাভাবিক নিয়মে কর্মকর্তা বা কর্মচারীগণ অবসর গ্রহণ করায় রেলওয়ের সর্বস্তরের জনবলের সঙ্কট সৃষ্টি হয়। এর ফলে ট্রেনের দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়ে।

বর্তমানে বেশ কিছু সংখ্যক পদে জনবল নিয়োগ করায় ট্রেনের সময়ানুবর্তিতা প্রায় স্বাভাবিক পর্যায়ে এসেছে বলে জানান রেলপথমন্ত্রী।



মন্তব্য চালু নেই