সতর্ক সংকেতের অডিও প্রকাশ তুরস্কের

সিরীয়-তুর্কি সীমান্তে গুলি করে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার আগে তুরস্ক যে পাইলটদের সতর্ক করেছিল, তার অডিও প্রকাশ করেছে দেশটি।

রুশ যুদ্ধবিমান তুর্কি আকাশসীমায় যায়নি এবং তুরস্ক কোনো ধরনের সতর্কসংকেত না দিয়ে তা ভূপাতিত করে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে এই অডিও প্রকাশ করে তুরস্ক। খবর বিবিসির।

বুধবার রাতে প্রকাশিত খবরে বলা হয়, ওই বার্তাটি ছিল ইংরেজি ভাষায়। এতে সীমানা লঙ্ঘনের বিষয়ে রুশ যুদ্ধবিমানটির পাইলটদের মনোযোগ আকর্ষণ করে বলা হয়, “আপনাদের গতিপথ অবিলম্বে দক্ষিণমুখী করুন’।

তবে উদ্ধার হওয়া একজন পাইলট তুরস্কের আকাশসীমা অতিক্রম ও সতর্কসংকেতের বিষয়টি অস্বীকার করেছেন।

মঙ্গলবার আকাশসীমা অতিক্রম করার অভিযোগে তুরস্ক ওই রুশ বিমানটিকে একটি এফ-১৬ বিমানের সাহায্যে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করে। যুদ্ধবিমানটি সিরিয়া সীমান্তের মধ্যে একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনাকে ‘পেছন থেকে ছুরি মারা’র শামিল বলে মন্তব্য করে হুঁশিয়ারি করেছেন, এর পরিণতি হবে ভয়াবহ।

এদিকে আমেরিকা ও ইউরোপের সামরিক জোট ন্যাটো তুরস্কের পাশে থাকার ঘোষণা দিয়েছে।

এর মধ্য দিয়ে বিশ্ব আবার ঠান্ডাযুদ্ধের (কোল্ড ওয়ার) মুখে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই