সতীত্ব পরীক্ষায় ব্যর্থ স্ত্রী : অতঃপর যা করল স্বামী!

সতীত্বের পরীক্ষায় পাস না করায় ভারতের মহারাষ্ট্র অঙ্গরাজ্যের নাসিক জেলায় স্ত্রীকে তালাক দিয়েছেন এক ব্যক্তি। এর আগে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ওই ব্যক্তি অভিযোগ করে বলেন, তার স্ত্রী সতী নন। এজন্য তাকে তালাক দিতে চান।

পরে ওই ব্যক্তির আবেদনে সাড়া দিয়ে বিয়ের ৪৮ ঘণ্টার মধ্যে স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দেন পঞ্চায়েত প্রধান। এই ঘটনায় মহারাষ্ট্রে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২২ মে বিয়ের পর ওই নবদম্পতিকে ফুলশয্যার রাতে একটি সাদা চাদর দেন নাসিকের সেই পঞ্চায়েত প্রধান।

নির্দেশ দেওয়া হয়, ফুলশয্যার পরের দিন সকালে সেই চাদর যেন তারা ফিরিয়ে দেন। স্বামী পরেরদিন পঞ্চায়েত প্রধানকে চাদরটি ফিরিয়ে দেন এবং জানান কোথাও কোনো রক্তের দাগ লাগেনি।

এরপরই ওই ব্যক্তি গ্রাম প্রধানের অনুমতিতে স্ত্রীকে তালাক দেন। পরে ওই নারীর পরিবারের সদস্যরা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা জানান, পুলিশের চাকরির জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছিলেন। এজন্য তাকে ছুটতে হয়েছে, সাইকেল চালাতে হয়েছে।

মেয়েটির পরিবার স্বামী ও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।



মন্তব্য চালু নেই