সন্তানের বাবার পরিচয় খুঁজতে আদালতে নারী

সন্তানের বাবার পরিচয় খুঁজতে আদালতের দ্বারস্ত হয়েছেন এক জার্মান নারী। তবে তাতে কোন সুরহা পাননি তিনি। কারণ, জার্মান আইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দেয়া গুরুত্বপূর্ণ ব্যাপার।

আদালতে ওই নারী দাবি করেন, এক হোটেল তিন রাত একসঙ্গে কাটিয়েছিলেন তারা। এরপর আর দেখা হয়নি তাদের। তবে তাদের সহবাসের কারণে একটি ছেলে হয়েছে। এজন্যই ওই যৌনসঙ্গীর খোঁজ করছেন তিনি।

জার্মান নারীর শুধু মনে আছে তার তিন রাতের প্রেমিকের নামের প্রথমাংশ, মিশায়েল। এমনকি তিনি দেখতে কেমন ছিলেন তার বিস্তারিতও জানাতে পারেননি তিনি। তবে আশা ছিল, যে হোটেলে তারা রাত কাটিয়েছিলেন সেই হোটেল কর্তৃপক্ষ হয়ত দিতে পারবে প্রেমিকের খোঁজ। কিন্তু দেয়নি।

আলোচিত নারী, যার পরিচয় প্রকাশ করা যাচ্ছে না গোপনীয়তার কারণে, আদালতে মামলা ঠুকেছিলেন যাতে তার সাত বছর বয়সি ছেলের বাবাকে খুঁজে পেতে হোটেল কর্তৃপক্ষ সহায়তা করে। দু’জনের রুম একই ফ্লোরে ছিল বলেও জানিয়েছেন। কিন্তু আদালত বলছে, হোটেল কর্তৃপক্ষ সেই ব্যক্তির পরিচয় জানাতে বাধ্য নয়। সূত্র: ডয়েচে ভেলে।



মন্তব্য চালু নেই