সন্তানের সঙ্গে মায়েরা আবেগময় কথা বেশি বলেন

ইউনিভার্সিটি অব সুরে এর গবেষকরা তাদের এক গবেষণায় জানান, বাবার চেয়ে মায়েরা সন্তানদের সঙ্গে বেশি বেশি আবেগময় শব্দ ব্যবহার করেন। আর এর মাধ্যমে তারা সচেতন বা অসচেতনভাবে সন্তানকে লিঙ্গ বিভেদের বিষয়কে স্পষ্ট করে দেন। মায়ের ব্যবহৃত এসব আচরণের প্রভাব তার মেয়েদের ওপরও পড়ে। যার কারণে তারাও ভাইদের চেয়ে বেশি সুখ, দুঃখ বা দুশ্চিন্তা ইত্যাদি শব্দ ব্যবহার করেন।
গবেষণা দলের প্রধান ড. হ্যারিট তেনেবাম বলেন, বাবা-মায়ের কথা বলার সময় তাদের ভাষা প্রয়োগ সন্তানের ওপর প্রভাব ফেলে। মা তার ছেলের চেয়ে মেয়ের সঙ্গে বেশি কথা বলেন। এ কারণে মায়ের মতো সেও কথা বলে।
‘জার্নাল অব ডেভেলপমেন্ট সাইকোলজি’-তে এ গবেষনা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।



মন্তব্য চালু নেই