সন্ত্রাস রুখতে পাক-ভারত উচ্চপর্যায়ের বৈঠক হবে দিল্লিতে

সন্ত্রাসবাদ রুখতে দিল্লিতে বৈঠকে বসবেন দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। শুক্রবার উফার বৈঠকে এই বিষয়ে সম্মতি জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
ব্রিকসের ফাঁকে মোদি-শরিফের বৈঠকের পর এ কথা ঘোষণা করেন ভারতের পররাষ্ট্রসচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে সম্মতি দেওয়ার পাশাপাশি আগামী বছর, ২০১৬ সালে পাকিস্তানে আয়োজিত দক্ষিণ এশীয় নেতৃত্বের বৈঠকে যোগ দেওয়ার জন্য নওয়াজের আমন্ত্রণ গ্রহণ করেন নরেন্দ্র মোদি।
সূত্র : কলকাতা ২৪।



মন্তব্য চালু নেই