‘সন্দেহে কাউকে গ্রেফতার দেখানো যাবে না’

কোনো অপরাধে দায়ের হওয়া মামলায় জড়িত থাকতে পারে এমন সন্দেহে কাউকে গ্রেফতার দেখানো যাবে না। উপযুক্ত প্রমাণ পেলেই কেবল তাকে গ্রেফতার করা হবে। এ ব্যাপারে কোনো পুলিশ সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দফতরে মাসিক অপরাধ সভায় এ নির্দেশ দেন কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সভায় ডিএমপির বিভাগ-জোনের উপ-কমিশনার (ডিসি), সহকারী কমিশনার (এসি) এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন। এ সময় জানুয়ারি মাসে রাজধানী ঢাকার অপরাধ চিত্র পর্যালোচনা করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, ডাকাতি-হত্যাসহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা অবশ্যই নিতে হবে। পাশাপাশি লক্ষ্য রাখতে হবে নিরীহ লোক যেন হয়রানির শিকার না হন।



মন্তব্য চালু নেই