সন্দ্বীপে ৫ ট্রলারসহ ১২ জেলে আটক, ২০০ কেজি মা ইলিশ জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামের সন্দ্বীপের উড়িরচর এলাকা থেকে মা ইলিশ মাছ ধরার অপরাধে ১২ জেলেসহ পাঁচটি ফিসিং ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এ সময় এসব ফিসিং ট্রলাকর থেকে ২০০ কেজি মা ইলিশ মাছ ও ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতভর এ অভিযানে তাদের আটক করা হয় বলে কোস্টগার্ড পূবাঞ্চলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা সাব ল্যাফটেনেন্ট কমান্ডার হাসিম।

তিনি জানান, সরকার নিষিদ্ধ মা ইলিশ মাছ সংরক্ষণে কোষ্টগার্ডের নিয়মিত টহলের অংশ হিসেবে শনিবার রাতভর বাঙ্গপোসাগরে অভিযান চালানো হয়। এসময় মা ইলিশ মাছ ধরার অপরাধে অপরাধে ১২ জেলেসহ ৫ টি ফিসিং ট্রলার ও ২০ হাজার মিটার জাল জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ফিসিং ট্রলার থেকে ৫ মণ মা ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য একষট্টি লক্ষ ষাট হাজার টাকা।

গত ২৭ আগষ্ট (বৃহস্পতিবার) সচিবালয়ে ইলিশ সংরক্ষণ বিষয়ে এক আন্তঃমন্ত্রনালয়ের বৈঠকে ইলিশ মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রজনন মৌসুমে (২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত) ইলিশ মাছ ধরা, বাজারজাতকরন, সংরক্ষণ, বিক্রি নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক।



মন্তব্য চালু নেই