সন্ধ্যায় আইপিএল মঞ্চ মাতাবেন ক্যাটরিনা-রণবীর

টি২০ বিশ্বকাপ শেষ হতে না হতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর দামামা বাজতে শুরু করেছে। ৯ এপ্রিল শনিবার শুরু হবে আইপিএল-এর নবম আসর। তার আগের দিন শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এই টুর্নামেন্টের।

আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বেশ জমকালো আয়োজন করা হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টায় অনুষ্ঠানটি শুরু হবে।

এই অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, অভিনেতা রণবীর সিং ও সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিং। তবে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন আন্তর্জাতিক সংগীতশিল্পী ক্রিস ব্রাউন। এ ছাড়াও থাকছে ব্যান্ডদল ‘মেজর লেজার’-এর পারফরম্যান্সও। আর এবারের টি২০ বিশ্বকাপ জয়ী দলের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো’র নাচতো বোনাস হিসেবে থাকছেই। তারকাদের পাশাপাশি অতিরিক্ত ২০০ জন নৃত্যশিল্পীও থাকবেন এ অনুষ্ঠানে।

আইপিএল-এ নিজেদের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছেন বলিউডের তারকারা। ক্যাটরিনা কাইফ বলেন, ‘ক্রিকেট আর বলিউড সব সময় সহাবস্থান করেছে। আমি নিজের পারফরম্যান্স নিয়ে খুবই উত্তেজিত।’

অন্যদিকে রণবীর সিং তার মন্তব্যে বলেছেন, ‘আমার পারফরমেন্সে আপনারা ক্রিকেট ও জয়ের স্পিরিট দেখতে পাবেন। সারাবিশ্বের সব ক্রিকেট ভক্তদের উৎসর্গ করছি আমার পারফরমেন্স।’

সংগীতশিল্পী হানি সিং বলেন, ‘আমার ভক্তদের জন্য ফাটিয়ে পারফর্ম করতে চাই। বেশ কিছু ইয়ো ইয়ো হানি সিং গানে আমি পারফর্ম করবো। দুনিয়াকে দেখাতে চাই কীভাবে ক্রিকেট ও গান কাঁধে কাঁধ মিলিয়ে চলে।’

ক্রিস ব্রাউন এই প্রথমবারের মতো ভারতে পারফর্ম করতে যাচ্ছেন। তাই তিনি এ নিয়ে খুবই উত্তেজিত। মেজর লেজারের পুরো দলও ভারতে আসতে পেরে গর্ববোধ করছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই