সবকিছু বিতর্কিত করলে যাবো কোথায় : বিএনপিকে আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সবকিছু বিতর্কিত করলে আমরা যাবো কোথায়?

সম্প্রতি নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির তোলা প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন আশরাফ।

এর আগে আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়া উপলক্ষে ঢাকা ও এর পাশের জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কমুক্ত রাখার আহ্বান জানিয়ে আশরাফ বলেন, এই প্রতিষ্ঠানগুলোর একেকটি গণতন্ত্র আর সভ্যতার অংশ। এগুলো না থাকলে বা কোনো কারণে বিতর্কিত করা হলে সভ্যতা থাকবে না, গণতন্ত্র থাকবে না।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কের উর্ধ্বে রাখতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই