সবচেয়ে বেশি নাটক সজল-তিশার

ঈদ আয়োজনের শেষ মূহুর্তেও ব্যস্ত সময় পার করছেন টিভি অভিনয়শিল্পীরা। এ আয়োজনে টিভি পর্দায় কম বেশি সবাই সরব থাকবেন। তবে বর্তমান হিসেব অনুযায়ী ঈদুল ফিতরের আয়োজনে টিভি পর্দায় সবচেয়ে বেশি দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সজলকে। তার অভিনীত ৩০টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।

সজল অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো- ‘শেষ অধ্যায়’, ‘শিরোনামে তুমি’, ‘লাড্ডু’, ‘সুন্দর অসুন্দর স্মার্ট’, ‘সুপার স্ক্রু ড্রাইভার’, ‘বউ বদল’, ‘ফিল্মি@ফিল্মি’, , ‘ক্যানভাস অব লাভ’, ‘টার্গেট ০০৭’, ‘একটু বাড়িয়ে বলা’, ‘বউ শাশুড়ী জিন্দাবাদ’, ‘কাব্য কথা’, ‘দ্য সাইলেন্স’, ‘দ্য ফেইথ ইভেন্ট ম্যানেজমেন্ট’, ‘লাভক্ষতি সমান সমান’ প্রভৃতি। রোমান্টিক ঘরোনার গল্পের এ নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে। তবে এ সব নাটকে সজলকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে।

এ প্রসঙ্গে সজল বলেন, ‘ব্যতিক্রম কিছু চরিত্র নিয়ে প্রতিবারই পর্দায় হাজির হতে চেষ্টা করি। এবারও সে চেষ্টা অব্যাহত রেখেছি। আশা করি, এবারও দর্শক নতুনত্ব খুঁজে পাবেন।’

টিভি পর্দার প্রিয়মুখ নুসরাত ইমরোজ তিশা। তিনি এবার নারী অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছেন। ঈদকে সামনে রেখে ২০টির অধিক নাটক ও টেলিছবিতে কাজ করেছেন এ অভিনেত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ইমেল হকের রচনা ও পরিচালনায় ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’, মাবরুর রশীদ বান্নাহর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘স্টোরি অব থাউজেন্ড ডেজ’,। আর নাটকের মধ্যে রয়েছে- মোনতাসির বিপনের রচনা ও পরিচালনায় ‘কিছুটা ভালোবাসার গল্প’, জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ‘আকাশের ঠিকানা’, মো. তাবারক হোসেন ভূঞার রচনা ও আবু হায়াত মাহমুদের চিত্রনাট্য ও পরিচালনায় ‘শিশির কণা’, মাবরুর রশীদ বান্নাহর রচনা ও পরিচালনায় ‘প্লেব্যাক’,। এ ছাড়াও ‘অ্যাংরি বার্ড’, ‘শেফালি’সহ বেশ কিছু নাটকেও কাজ করেছেন তিশা।

এ প্রসঙ্গে তিশা বলেন, ‘ঠিক কতগুলো নাটকে কাজ করেছি তার সঠিক হিসেব করা মুশকিল। তবে ২০টির কম হবে না। বেশিও হতে পারে। এটি আনুমানিক হিসেব বললাম। প্রতিটি নাটকই দর্শকের ভালোলাগার বিষয় মাথায় রেখে নির্মাণ করা হয়েছে। আশা করি, ঈদের নাটকে বিশেষ স্বাদ খুঁজে পাবেন দর্শকরা।’

জনপ্রিয় রোমান্টিক টিভি অভিনেতা অপূর্ব। ঈদুল ফিতরের আয়োজনে ২৫টির বেশি নাটকে দেখা যাবে তাকে। তার উল্লেখযোগ্য নাটক হলো- কৌশিক শংকর দাশের ‘ভালোবাসার ফাঁদ’, এস এ হক অলিকের ‘বন্ধু তুমি বন্ধু আমার’, মোমিনুল হকের ‘জোছনায় অজানা পথচলা’, মিজানুর রহমান আরিয়ানের ‘এখনো আমি’।

বরাবরের মতো এবারও ঈদে থাকছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বেশ কিছু সিক্যুয়াল নাটকসহ খণ্ড নাটকে দেখা যাবে তাকে। এবারের ঈদে তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘সিকান্দার বক্স এখন রাঙ্গামাটিতে’, শামস করিমের ‘শিক্ষা সফর’, ‘গিটার’, সদরুদ্দিন তপু খানের ‘তিনি একজন ক্রিয়েটিভ লোক’, মারুফ মিঠুর পরিচালনায় ‘ঘুষখোর’, সকাল আহমেদের ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘খায়েশ’, ঈদ সিক্যুয়াল ‘যমজ-৩’সহ আরো কয়েকটি নাটক।

ঈদ উপলক্ষে মাহফুজ আহমেদ নির্মাণ করেছেন- নাটক ‘রুম নাম্বার থার্টিন’ ও টেলিফিল্ম ‘দেবদূত’। পাশাপাশি চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘অনুমতি প্রার্থনা’, ‘ছায়াসঙ্গী’, ‘দূর নক্ষত্রের কাছে’ টেলিছবিতে দেখা যাবে মাহফুজ আহমেদকে।

এবারের ঈদেও ব্যস্ত সময় পার করছেন জাহিদ হাসান। সিক্যুয়াল নাটকের পাশাপাশি বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি। মেহের আফরোজ শাওন, মাবরুর রশীদ বান্নাহ, আর বি প্রীতম, সকাল আহমেদ, আশুতোষ সুজনের নাটকে দেখা যাবে অভিনেতা ইরেশ জাকেরকে। চিত্রনায়ক রিয়াজও থাকবেন ঈদের নাটকে। বরাবরের মতো এবারও ১০টির বেশি নাটকে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে রিয়াজকে। তারিন, নাদিয়া, তিশাসহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন এ অভিনেতা।

ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী তাহসান। ভিন্নধর্মী গল্পের কয়েকটি নাটকে দেখা যাবে তাকে। মিথিলার পাশাপাশি এবারও তিশার বিপরীতে কয়েকটি নাটকে দেখা যাবে তাকে। ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা চঞ্চল চৌধুরীও। এবারও হাস্য-রসাত্মক নাটকে বেশি কাজ করেছেন তিনি। ঈদ উপলক্ষে অন্যদের মতো বেশ ব্যস্ত সাদিয়া জাহান প্রভাও। একাধিক খণ্ড নাটকের কাজসহ বেশ কিছু টেলিছবিতে দেখা যাবে তাকে। প্রভা অভিনীত উল্লেখযোগ্য কাজ হলো- মিনহাজ অভির ‘গহীনে তরঙ্গ’, ‘ঘোরলাগা অসময়’, মাহমুদ দিদারের ‘মেট্রোপলিটন প্রেম’ ও জাকিদ পারভেজের ‘আই লাভ ইউ’।

এ ছাড়া ঈদ আয়োজনে অন্য অভিনেত্রীদের মধ্যে রয়েছেন- জাকিয়া বারী মম। তাকে ৮টি নাটকে দেখা যাবে। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘তেল ও জলের গল্প’, ‘দ্য ফেইথ ইভেন্ট ম্যানেজমেন্ট‘, ‘টুকরো মেঘের গল্প’ প্রভৃতি। অভিনেত্রী জেনিকেও দেখা যাবে ঈদ আয়োজনে। মোহাম্মদ আশিকুর রহমান, ইফতেখার আহমেদ ফাহমি, মারুফ মিঠু, কৌশিক শংকর দাশ, মিজানুর রহমান আরিয়ান ও সাগর জাহানের ঈদ নাটকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এ ছাড়া তানিয়া আহমেদ, রিচি সোলায়মান, নাদিয়া, মৌটুসী বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, তানজিন তিশা ও হাসিন রওশনকে দেখা যাবে একাধিক নাটক ও টেলিফিল্মে।



মন্তব্য চালু নেই