সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন নামমাত্র দামে বাজারে ছাড়ল লেনেভো

স্ন্যাপড্রাগন ৮২০(২.৫ গিগাহার্জ কোয়াজ-কোর) স্মার্টফোনের জগতে এই প্রসেসর নাকি এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী। মোবাইল প্রস্তুতকারী বিশ্বের তাবড়-তাবড় সব সংস্থা তাঁদের ‘হাই-এন্ড’ হ্যান্ডসেটে এই প্রসেসর ব্যবহার করে। কিন্তু, সেই সব ফোনের দাম ২০হাজার টাকার উপরে।

স্ন্যাপড্রাগন ৮২০ যে এইমুহূর্তে তাঁদের সেরা প্রোডাক্ট, তা ফলাও করে বলছে কোয়ালকম। এই শক্তিশালী প্রসেসর দিয়ে লেনেভো তাদের নয়া স্মার্টফোন ‘জেড ২ প্লাস’-কে ভারতের বাজারে ছাড়ল। লেনেভোর দাবি এত শক্তিশালী স্মার্টফোন কেউ এত কম দামে দিতে পারেনি। এত শক্তিশালী প্রসেসর ব্যবহার করেও ফোনটির দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। ‘জেড ২ প্লাস’-এর ‘হাই-এন্ড’ মডেলটির দাম করা হয়েছে ১৯,৯৯৯ টাকা। অনলাইন শপিং-এ অন্যতম জায়ান্ট ‘অ্যামাজন’-এ পাওয়া যাচ্ছে লেনেভোর এই ‘জেড ২ প্লাস’।
আর কী কী থাকছে ‘লেনেভো জেড ২ প্লাস’-এ

১. ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি মেমোরি। ‘হাই-এন্ড’ মডেলে থাকছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি মেমরি।
২. ৩,৫০০ এমএএইচ ব্যাটারি। রয়েছে কোয়ালকম কুইক চার্জ ৩.০-র প্রযুক্তি, ইনটেলিজেন্ট অটো চার্জার কাট-অফ।
৩. খুবই হালকা এবং সহজেই বহন করা যায়।
৪. ৫ ইঞ্চির ফুল এইচডি ১০৮০ পিক্সেলের ডিসপ্লে।
৫. অ্যাক্টিভিটি ট্র্যাকিং ফিচার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
৬. ডুয়াল সিম, অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলোর উপরে জেডইউআই এবং ৪জি এলটিই।
৭. পিছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল।



মন্তব্য চালু নেই