সবচে হালকা-পাতলা ট্যাব

স্মার্টফোনের পরেই বাজারে ট্যাবের আধিপত্য। ল্যাপটপ কম্পিউটারের বদলে জায়গা করে নিয়েছে ট্যাবলেট কম্পিউটার। আর তাইতো বিশ্বের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাজারে বাহারি স্মার্টফোন এবং ট্যাব ছাড়ছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং বাজারে নতুন একটি ফ্লাগশিপ ট্যাব ছেড়েছে। ট্যাবটির মডেল গ্যালাক্সি ট্যাব এস ২।

স্যামসাংয়ের নতুন ট্যাবটি ৯.৭ ইঞ্চির। প্রতিষ্ঠানটি দাবি করছে তাদের সবচে পাতলা এবং হালকা ট্যাব এটি।

এটির ডিসপ্লেতে অ্যাকটিভ ম্যাটিক্স অর্গানিক এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেতে পিক্সেলের ঘনত্ব ২৬৪ পিপিআই।

ট্যাবটিতে আছে এক্সিনোস ৫৪৩৩ অক্টাকোর প্রসেসর, ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।

এস ২ ট্যাবের ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরা ২.১ মেগাপিক্সেলের। ট্যাবটি অ্যানড্রয়েড ললিপপ ৫.১.১ অপারেটিং সিস্টেম চালিত।

ট্যাবটিতে ফোরজি, থ্রিজি. মিমো,ব্লুটুথ, এনএফসি নেটওর্য়াক কানেকটিভিটি রয়েছে। এটির ব্যাটারি ৫ হাজার ৮৭০ মিলিঅ্যাম্পায়ারের।

ভারতের বাজারে ট্যাবটির মূল্য ৪২ হাজার রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ৫০ হাজার ১৪৬ টাকা।



মন্তব্য চালু নেই