সবশেষ কয়টায় ও কত ওভারের ফাইনাল?

সন্ধ্যা সাড়ে সাতটায় ফাইনাল মাঠে গড়ানোর কথা ছিল। সে সময় পার হয়ে গেছে। বেরসিক বৃষ্টির খপ্পরে এখন ম্যাচের কাটছাট হতে পারে। তাই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, সবশেষ কয়টায় ও কত ওভারের ফাইনাল হতে পারে?

বৃষ্টি পুরোপুরি থামলে মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। রাত সাড়ে ৮ টায় ম্যাচের একটি আবডেট জানাবেন তারা।প্লেয়িং কন্ডিশন অনুযায়ী শেষ পর্যন্ত ম্যাচ গড়াতে পারে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। অন্তত ৫ ওভারের ফাইনালও হতে পারে। খেলা শুরুর জন্য ১০টা ৪৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা।

কারণ ১০ মিনিটের ইনিংস বিরতিসহ খেলা শেষ হওয়ার নির্ধারিত সময় রাত ১০টা ৪০ মিনিট। বিশেষ পরিস্থিতিতে আম্পায়াররা সেই সময়কে বাড়াতে পারেন সর্বোচ্চ এক ঘণ্টা। তাই রাত ১১ টা ৪০ মিনিটের মধ্যে খেলা শেষ করতে হবে।

তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচ ভেস্তে গেলে বাংলাদেশ-ভারতকে ১৩তম এশিয়া কাপের যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।



মন্তব্য চালু নেই