সব কিছুই পক্ষে ছিল, কিন্তু……

‘পুরো ম্যাচটি আমরা দাপটের সঙ্গে খেলেছি। জেতার জন্যে যতটুকু দরকার ছিল আমরা ঠিক ততটুকু করেছি। আমার মনে হয় শেষ ৩ বল বাদ দিলে পুরো ম্যাচ আমরা অসাধারণ খেলেছি। মাঝে হয়তোবা ওদের দুই ওভারে আমরা পিছিয়ে গিয়েছিলাম। কিন্তু আমরা আবার ফিরে এসেছি। ওই তিনটি বল বাদ দিলে সব কিছুই আমাদের পক্ষে ছিল।’- ভারতের বিপক্ষে ১ রানে ম্যাচ হারের পর কথাগুলো বলছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

১৪৭ রানে জয়ের প্রয়োজনে ব্যাটিং করে বাংলাদেশের শেষ ওভারে ১১ রানের প্রয়োজন ছিল। প্রথম তিন বলে মুশফিক-মাহমুদউল্লাহ ৯ রান তুলে নিলেও পরবর্তী ২ বলে তারা দুজই আউট হয়ে যান। শেষ বলে রান আউট হন মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত ১ রানের আক্ষেপে পড়ুতে হয় পুরো বাংলাদেশ দলকে।

পুরো ম্যাচের নাটাই নিজেদের হাতে রেখে শেষ পর্যন্ত ভারতের কাছে ১ রানে হেরে যাওয়ায় আক্ষেপে পুড়ছেন মাশরাফি।

‘আমার মনে হয় শুধু আমার না, ড্রেসিং রুমে যারা আছে তাদের সবার জন্যেই ম্যাচটি হতাশার। সবার এ ম্যাচটির জন্যে খারাপ লাগবে। আজও, ভবিষ্যতেও। শেষ ৩ বলে লাগবে মাত্র ২ রান। তখনও দুই সেট ব্যাটসম্যান ও একজন ব্যাটসম্যান লাইনআপে ছিল। ওই অবস্থায় ৩ উইকেট হারানো খুব কষ্টের। সবার জন্যেই খুব কঠিন ম্যাচ।’



মন্তব্য চালু নেই