‘সব সময় বাংলাদেশের পাশে আছি’

বাংলাদেশকে সঙ্গে নিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘আমি সবসময় বাংলাদেশের পাশে আছি। আবারো বলব- বাংলাদেশের সঙ্গেই আছি।’

দুই দিনের ঢাকা সফরের শেষ কর্মসূচিতে রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন মোদি।

নরেন্দ্র মোদি বাংলায় বক্তব্য শুরু করে বলেন, ‘আমরা তোমার সাথে আছি। আমরা তোমাকে সঙ্গে নিয়ে চলব।’ সালাম জানিয়ে বাংলায় বক্তব্য শুরু করে উপস্থিত শ্রোতাদের প্রশ্ন করেন, ‘আমার বাংলা কেমন?’

তিনি আরো বলেন, ‘আমার দুই দিনের বাংলাদেশ সফর সফল হয়েছে। এই দুদিনের সফরের পর শুধু এশিয়া নয়, সমগ্র বিশ্ব খুব সূক্ষ্মভাবে ময়নাতদন্ত করবে। কেউ মাপকাঠি নিয়ে দেখবে, কী পেলাম আর কী দিলাম। কিন্তু যদি একটি বাক্য আমাকে বলতে হয়- আমি বলব, লোকেরা মনে করতেন আমরা খুব পাশাপাশি আছি। বিশ্বকে বলতে চাই, পাশাপাশি ও একই সঙ্গে আছি।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার পূর্ণ যোগাযোগ রয়েছে। আমার রাজনৈতিক জীবনে আমি যার পরশ পেয়েছি সেই বাজপেয়িকে বাংলাদেশ আজ সম্মান জানাল। আমি সম্মান পেয়েছি একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা পেয়ে। আরো সম্মান পেয়েছি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উপস্থিতিতে।’

মোদি বলেন, ‘আমার এ সফরে বাংলাদেশের নাগরিক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীরা যেভাবে সম্মান জানিয়েছেন এ সম্মান নরেন্দ্র মোদি নামের এক ব্যক্তির নয় সমগ্র ভারতবাসীর।’

তিনি বলেন, ‘বাংলাদেশে দুই দিনের সফর শেষে আমার মনে হচ্ছে, নতুন সফর শুরু হলো।’

বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘সূর্য এখানে আগে ওঠে, এরপর আলো আমাদের (ভারত) এখানে যায়। এখানে যত আলোই হোক, আলো আমাদের ওখানেও যায়। আমাদের রাজ্যগুলোকে বাংলাদেশের কাছ থেকে শিখতে হবে। বাল্যবিবাহ, শিশুমৃত্যু এসব বিষয়ে শিখতে হবে। আমার দেশের সৈন্যরা বাংলাদেশের জন্য তাদের রক্ত দিয়েছেন, এর চেয়ে বেশি গৌরব আর থাকতে পারে না।’

মোদি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাব। তিনি একটিই লক্ষ্য বানিয়েছেন সেটি, প্রবৃদ্ধি। আর ধারাবাহিকভাবে ছয় শতাংশ প্রবৃদ্ধি ছোট ব্যাপার নয়।’



মন্তব্য চালু নেই