সমকামিতার কারণে ছেলেকে গুলি করে হত্যা

সমকামী হওয়ার কারণে যুক্তরাষ্ট্রে এক পিতা সন্তানকে গুলি করে হত্যা করেছেন। চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে এ ঘটনা ঘটে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেসের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, শেহাদা খলিল ইসার (৬৯) বিরুদ্ধে তার সন্তান আমির ইসাকে (৩৮) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। অনেক দিন আগে থেকেই তিনি আমিরকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

পুলিশের মুখপাত্র মাইক লোপেজ জানান, ইসা পরিবার লস অ্যাঞ্জেলেসের পাশে নর্থ হিলসে বাস করত। আমিরকে বাড়ির বাইরে শটগান দিয়ে গুলি করা হয়। তার দেহে একাধিক গুলি লেগেছিল। বাড়ির ভেতর থেকে আমিরের মায়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর বিষয়টি তদন্তাধীন থাকায় কর্মকর্তারা তার নাম প্রকাশ করেননি এবং এ বিষয়ে কোনো কিছু জানাতেও অস্বীকৃতি জানিয়েছেন।

তদন্তকারীরা জানিয়েছেন, খলিল তাদের জানিয়েছেন, তিনি বাড়ির বাথরুমের ভেতর থেকে তার স্ত্রীর মৃতদেহ খুঁজে পেয়েছিলেন। এ সময় তার ছেলে তাকে ছুরি দিয়ে হত্যার হুমকি দিলে আত্মরক্ষার্থে তিনি তাকে গুলি করেছিলেন।



মন্তব্য চালু নেই