সমশেরের পর বিএনপি ছাড়লেন শাহরিয়ার রুমী

এবার বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএম শাহরিয়ার রুমী। তিনি ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র সহ.সভাপতির দায়িত্বেও আছেন।

রবিবার পদত্যাগের বিষয়টি শাহরিয়ার রুমী নিজেই নিশ্চিত করেছেন। দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত মহাসচিব ও মুখপাত্রকে কুরিয়ার সার্ভিস যোগে ইতোমধ্যে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও জানিয়েছেন।

শাহরিয়ার রুমী বলেন, আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনীতি করতাম। আমার বাবা শামসুদ্দিন মোল্লা বঙ্গবন্ধুর বন্ধু এবং সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন।

রুমী বলেন, আমি আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ছিলাম। ২০০১ সালে নেত্রী আমাকে মূল্যায়ন না করায় দল ছেড়েছি। আমি ২০০২ সালে বিএনপিতে যোগ দিই।

তিনি বলেন, আমি বিএনপিতে সম্মানের সঙ্গেই ছিলাম। নেত্রী আমাকে স্নেহ করতেন। কোনো রাগ বা ক্ষোভ থেকে আমি পদত্যাগ করিনি।

প্রসঙ্গত, সম্প্রতি বিএনপি থেকে পদত্যাগ করেন দলের ভাইস চেয়ারম্যান, সাবেক কূটনীতিক সমশের মবিন চৌধুরী। এছাড়া আরও অনেকেই দল থেকে পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।



মন্তব্য চালু নেই