‘সমাজের কাজ করতে বড় কোন পদ-পদবীর প্রয়োজন হয় না’

‘সমাজের কাজ করতে বড় কোন পদ-পদবীর প্রয়োজন হয় না। আমরা যে যেখানে যে অবস্থায় আছি, নিজেদের অবস্থান থেকেই সমাজের কল্যাণে আমরা কাজ করতে পারি। এর জন্য এমপি-মন্ত্রী কিংবা কোন বড় কোন পদ-পদবীর প্রয়োজন নেই। ছোট ছোট কাজের মধ্যদিয়েই ভাল কাজগুলো শুরু করতে হয়। লজ্জা পাওয়ার কিছু নেই, সেটা যত ছোট কাজই হোক-সমাজের কল্যাণ হলেই হলো।

সমাজকর্মী পরিচয় দেওয়ার চেয়ে বড় কোন পরিচয় আছে বলে আমার জানা নেই’। আজ দাউদকান্দিতে আলোর পথ সমাজকল্যাণ সংঘ’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি আলী আশরাফ খান এসব কথা বলেন।

মাদক, যৌতুক, ইভটিজিং, বাল্যবিয়ে, এসিডসন্ত্রাস নিমূর্ল ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গঠিত দাউদকান্দিতে ‘আলোর পথ সমাজকল্যাণ সংঘ’র উদ্যোগে আজ ১ ডিসেম্বর মঙ্গলবার সকালে দাউদকান্দি প্রেস ক্লাব (গৌরীপুর) মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে আলোর পথ সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা কবি-কলামিস্ট মো. আলী আশরাফ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হানিফ খান। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য রোটারীয়ান মোঃ শফিউল বাশার সুমন, গৌরীপুর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ রুবেল মোল্লা, দাউদকান্দি প্রেস ক্লাবের সদস্য মোঃ ইব্রাহিম খলিল, সমাজকর্মী শফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আলোর পথ সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ লোকমান শরীফ বাবু।



মন্তব্য চালু নেই