সমাবেশের অনুমতির বিষয়টি দেখবে ডিএমপি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের অনুমতির বিষয়টি ভেবে দেখবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রবিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা জানিয়েছেন।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ আখ্যা দিয়ে ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় আওয়ামী লীগ। অন্যদিকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে একইদিনে ওই স্থানেই সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

দুই দলই ইতিমধ্যে সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাছে চিঠি দিয়ে অনুমতি চেয়েছে। কিন্তু এখনও কোনো দলকে অনুমতি দেয়নি পুলিশ। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ানো শুরু হয়েছে।



মন্তব্য চালু নেই