সম্পর্ক থেকে কখন যৌন তৃপ্তি বা চাহিদা চলে যায়?

যুগলদের সম্পর্ক থেকে এক বছরের মধ্যেই যৌন তৃপ্তি কমতে শুরু করে বলে দাবি করা হয়েছে নতুন এক গবেষণায়।

কোন সম্পর্কে কতদিনে যৌন তৃপ্তি আসে এ বিষয়টি নিয়ে মিউনিখের লুডউইক ম্যাক্সিমিলান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কাজ করেছেন। আর এতেই উঠে এসেছে নতুন এ তথ্য।

জার্মানীর প্রায় তিন হাজার লোকের উপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছেন তারা। জরিপে অংশগ্রহণকারীদের বয়স ছিল ২৫ থেকে ৪১ বছর।

যৌন জীবনে কতটা তৃপ্ত এ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় জরিপে অংশগ্রহণকারীদের।

আর্কাইভ’স অব সেক্সুয়াল বিহেভিয়ার জার্নালে প্রকাশিত ওই গবেষণা তথ্যে দেখা যায় প্রথম বছর পর্যন্ত যৌনতৃপ্তি বেশি থাকে এবং এরপর থেকেই ক্রমেই কমতে থাকে তৃপ্তি।

যদিও গবেষণায় যৌনতৃপ্তির সাথে বিয়ে কিংবা লিভটুগেদারের কোনো সম্পর্ক পাওয়া যায়নি যা আসলে পূর্বের গবেষণাগুলোর ফলাফল থেকে ভিন্ন। সন্তান নেয়াও এক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না বলে দেখা গেছে।

তবে ঝগড়া এবং পারিবারির মতবিরোধকে মূল কারণ হিসেবে দেখানো হয়েছে যৌন তৃপ্তি কমার কারণ হিসেবে।

এক বছর পর যুগলরা তাদের পরস্পরের চাহিদা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন না আর এতেই মূলত: মতবিরোধের শুরু বলে উঠে এসেছে গবেষণায়।

নতুন এ তথ্যকে যুগান্তাকরী তথ্য হিসেবে উল্লেখ করেছেন গবেষণার লেখক ক্লাউডিয়া।



মন্তব্য চালু নেই