সরকারি ব্যাংকগুলোর অবস্থা ভালো না

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি ব্যাংকগুলোর অবস্থা ভালো না। আর এই রাষ্ট্রায়ত্ব ব্যাংক স্থাপনে সরকারের উদ্দেশ্য সফল হয়নি। সরকারি ব্যাংকগুলোকে পরিচালনার জন্য প্রতিনিয়তিই অর্থ দিতে হয়।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ২০১৪ সালের লভ্যাংশের চেক হস্তান্তরের সময় অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। বিডিবিএল ২০১৪ সালের জন্য রাষ্ট্রীয় কোষাগারে ১০ কোটি টাকার লভ্যাংশ জমা দিয়েছে।

বিডিবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইয়াছিন আলী এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জিল্লুর রহমান অর্থমন্ত্রীর কাছে চেকটি হস্তান্তর করেন। এই সময় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম উপস্থিত ছিলেন।

চেক গ্রহণের পর অর্থমন্ত্রী বলেন, ‘বিডিবিএলের লভ্যাংশের টাকা খুব কম হলেও উল্লেখযোগ্য একটি ঘটনা। কারণ যেখানে সরকারি ব্যাংকগুলোর অবস্থা খারাপ সেখানে বিডিবিএল লভ্যাংশ দিয়েছে।’



মন্তব্য চালু নেই