সরকারের বর্বর পরিকল্পনায় তারেক গ্রেনেড হামলার আসামি: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি করা হয়েছে সরকারের বর্বর পরিকল্পনার অংশ হিসেবে।

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘২১ আগস্টের প্রকৃত ঘটনা গভীরভাবে অনুসন্ধান না করে আসল আসামিদের আড়াল করে তারেক রহমানকে জড়ানোই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। কারণ, তাদের নির্মম প্রতিহিংসা চরিতার্থ করার আর কোনো পথ নেই।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন মনে হয় ২১ আগস্টের ঘটনায় একটি রহস্যে ঘেরা গভীর চক্রান্তের ফলশ্রুতি। তৎকালীন নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বিপদে ফেলে তার ভাবমূর্তি বিনষ্টের জন্য দেশবিরোধী দেশি-বিদেশি চক্রের প্রাণঘাতী খেলা বলে জনগণ বিশ্বাস করে।



মন্তব্য চালু নেই