সরকার সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার বৈষম্য দূর করেছে : এমপি গোপাল

জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করে শেখ হাসিনার সরকার সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার বৈষম্য দূর করেছে। ফলে মাদ্রাসা শিক্ষার্থী সব ধরনের পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ পাচ্ছে।
২২ জানুয়ারী দিনাজপুরের কাহারোল কেন্দ্রীয় কবরস্থান মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার তৃতল ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কবরস্থান মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সভাপতি মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম, কেন্দ্রীয় কবরস্থান মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার পরিচালক মাওঃ মো. মাসউদুর রহমান ও কাহারোল থানা ওসি মনছুর আলী।
অনুষ্ঠানটির পরিচালনা করেন কেন্দ্রীয় কবরস্থান মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সাধারন সম্পাদক মো. আব্দুল লতিফ।



মন্তব্য চালু নেই