সর্বোচ্চ আয়ের ফুটবলারদের তালিকা প্রকাশ, কে সেরা- মেসি না রোনালদো?

সর্বোচ্চ আয়ের ক্রিকেটারদের তালিকার সাথে সর্বোচ্চ আয়ের ফুটবলারদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

এই তালিকা দেখে চমকে যাবেন অনেকেই। সেরা আয়ের ফুটবলারদের তালিকায় রয়েছে চমক। ফোর্বস সাময়িকীর জরিপে এই তালিকায় পাশাপাশি অবস্থানে রয়েছেন লিওনেল মেসি ও রোনালদো।

২০১৫-১৬ সালে শিরোপাহীন থাকেন রোনালদো। তবুও আয়ের দিক থেকে লিওনেল মেসিকে টপকে গেছেন তিনি। তালিকায় এক নম্বরে রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

গত মৌসুমে মোট ৮ কোটি ২০ লাখ ডলার আয় করেছেন তিনবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। অন্যদিকে মেসি আয় করেছেন ৭ কোটি ৭০ লাখ ডলার।

এখানে রিয়াল তারকার বার্ষিক বেতন ও বোনাস ৫ কোটি ৩০ লাখ ডলার। এছাড়া তিনি ২ কোটি ৯০ লাখ ডলার পেয়েছেন বিভিন্ন এন্ডোর্সমেন্ট থেকে।

আর বার্সা তারকা বেতন ও বোনাস থেকে পেয়েছেন ৫ কোটি ১০ লাখ ডলার এবং বিভিন্ন এন্ডোর্সমেন্ট থেকে এসেছে বাকি ২ কোটি ৬০ লাখ ডলার।

অন্য একটি হিসেবও রয়েছে এই দুই তারকার ক্ষেত্রে। পেশাদার ফুটবল থেকে রোনালদো মোট ৫৫ কোটি ডলার ও মেসি মোট আয় করেছেন ৪৫ কোটি ডলার। তথ্যসূত্র: ফোর্বস ম্যাগাজিন



মন্তব্য চালু নেই